গাজীপুরে অজ্ঞান পার্টির চার সদস্য গ্রেপ্তার
গাজীপুরের কোনাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির চার সদস্যকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি চাপাতি, দুটি ছুরি, অজ্ঞান কাজে ব্যবহৃত দশটি মলম, চারটি মোবাইল ফোন ও নগদ ছয়শ সত্তর টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী থানার হাসাইল গ্রামের তাজুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম, শেরপুর সদর উপজেলা হেলুয়া নয়াপাড়া এলাকার জিয়াউল হকের ছেলে মো. রনি মিয়া, কুড়িগ্রামের রৌমারী থানার জাবেদ মিয়ার ছেলে ফজিবর রহমান ও ময়মনসিংহের ফুলপুর থানার মোহাম্মদ আক্কাস আলীর ছেলে মানিক। র্যাব-১ এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানান, মঙ্গলবার রাতে কোনাবাড়ির নছর মার্কেট এলাকায় অজ্ঞান পার্টির কয়েকজন সদস্য ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল এমন খবর পেয়ে র্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। পরে সেখান থেকে চারজনকে একটি চাপাতি, দুটি ছুরি, অজ্ঞান কাজে ব্যবহৃত দশটি মলম, চারটি মোবাইল ফোন ও নগদ ছয়শ সত্তর টাকাসহ গ্রেপ্তার করা হয়। র্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা নিজেদের গাজীপুর জেলার মলম ও অজ্ঞান পার্টির সক্রিয় সদস্য বলে পরিচয় দিয়ে জানায় যে, তারা দীর্ঘদিন ধরে গাজীপুরসহ আশপাশের এলাকায় বিভিন্ন যানবাহন ও পথচারীদের কাছ থেকে ছিনতাই করে আসছিল। এ ঘটনায় কোনাবাড়ী থানায় মামলা করা হয়েছে।
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                