খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়ায় শোক: ‘ব্যাটার বউ চলে গেল, হামাগরক এখন কে দেকপি?’
এলাকার পুত্রবধূ, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর খবরে শোকে ভেঙে পড়েছেন বগুড়ার নেতা-কর্মীরা। শোকের ছায়া নেমে এসেছে সেখানকার সর্বস্তরের মানুষের মাঝে।
আজ মঙ্গলবার সকালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই বগুড়া জেলা বিএনপির নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে ছুটে আসেন। এ সময় অনেকেই কান্নায় ভেঙে পড়েন। পরে জেলা বিএনপির পক্ষ থেকে সপ্তাহব্যাপী শোক পালনের অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ, দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, মসজিদে মসজিদে ও এতিমখানায় কোরআন তিলাওয়াত, বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।
একই চিত্র বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পৈতৃক ভিটা বগুড়ার গাবতলীতেও। বিএনপির চেয়ারপারসনের মৃত্যুতে সেখানেও শোকে মুহ্যমান নেতা-কর্মীরা। সকাল থেকে নেতা-কর্মীরা গাবতলী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে ভিড় করছেন। শোকাহত লোকজন ভিড় করছেন জিয়াউর রহমানের পৈতৃক বাড়ি গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামের জিয়াবাড়িতে।