আফগানিস্তানের বিপক্ষে লজ্জার হার দেখেছে বাংলাদেশ। টেস্টে নবাগত দলটির বিপক্ষে এমন হারের পর দল ভেঙে পড়েছে বলেই অনেকের ভাবনা। সামনে জিম্বাবুয়ে-আফগানিস্তানকে নিয়ে টি-টোয়েন্টি সিরিজ। যেখানে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে আফগানিস্তান। আগামীকাল জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করবে বাংলাদেশ। আর সিরিজে চাপ নিয়ে মাঠে নামতে নারাজ টি-টোয়েন্টি দলে জায়গা পাওয়া মোসাদ্দেক হোসেন সৈকত। গতকাল অনুশীলনের ফাঁকে মোসাদ্দেক বলেন, ‘এখন যদি আমরা চিন্তা করি যে কামব্যাক করা কঠিন তাহলে জিনিসটি অন্যরকম হয়ে যায়। ফরমেটটি পুরোপুরি আলাদা। টেস্ট ক্রিকেট ছিল আর এখন টি-টোয়েন্টি। সবাই চিন্তা করছে টি-টোয়েন্টি নিয়ে। আর এগুলোর চেয়েও আমরা বেশি ফোকাস করছি একটি ম্যাচ জেতার দিকে। ইনশাল্লাহ একটি ম্যাচ জিতলে হয়তো মোমেন্টাম আমাদের দিকে চলে আসবে।’ টি-টোয়েন্টিতে আফগানিস্তান বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকলেও নিজেদের কোনভাবে পিছিয়ে রাখতে চান না মোসাদ্দেক। তিনি বলেন, ‘আসলে দেখুন আমরা যদি বেটার দল নিয়ে চিন্তা করতে থাকি তাহলে তো আমরা খেলতেই পারবো না। আগে যখন ক্রিকেট খেলতাম তখন ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ার সঙ্গে খেলতে গেলে আমাদের অনেক বেশি প্রশ্নবিদ্ধ হতে হতো যে আসলে কি করবো কিংবা কি হবে না হবে। তবে এই দ্বিধাদ্বন্দ্ব এখন আর নেই। সবাই জানে যে আমরা সবার বিপক্ষেই জিততে পারি। একটি ম্যাচ আমরা হেরেছি, হ্যা অবশ্যই এটি হতাশার ছিল। আমি মনে করি যত তাড়াতাড়ি আমরা এটি ভুলতে পারবো এবং একটি ম্যাচ জিতে ওভারকাম করতে পারবো- সেটি আমাদের জন্য ভালো হবে।’অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন বাংলাদেশ দল ভয়ে ভয়ে খেলেছে। বিশেষ করে রশিদ খানের বিপক্ষে একটা আলাদা ভয়ই কাজ করেছে। তবে মোসাদ্দেক এখন আর রশিদ খানের চিন্তা নিয়ে বসে থাকতে চান না। তিনি বলেন, ‘আসলে রশিদ খানকে নিয়ে আমরা ভয়ের কথা চিন্তা করি না। টেস্ট ক্রিকেট এবং টি-টোয়েন্টি পুরোটাই ভিন্ন। আমরা যখন টি-টোয়েন্টি খেলবো তখন কোনো ডিফেন্স করার কিংবা অনেক কিছু চিন্তা করার সময় নেই। এখানে আসলে রান করতে হবে সেটাই মূল ব্যাপার। তখন রশিদ খান বোলিং করছে কিনা কিংবা কে করছে সেটি নিয়ে চিন্তা না করে আমি মনে করি আমাদের কাজের জায়গাতে ফোকাস করা উচিত।’অন্যদিকে টেস্টে উন্নতির জন্য ঘরোয়া ক্রিকেট মনোযোগ দেয়ার কথাও জানান তিনি। মোসাদ্দেক বলেন, ‘একই সঙ্গে আমাদের যে ঘরোয়া লীগ আছে সেখানে অনেক বেশি গুরুত্ব দেয়া উচিত। মানে আরো বেশি ফোকাস করা উচিত। আমরা যারা খেলি তাদের আরো দায়িত্ব নিয়ে খেলা উচিত যেন টেস্ট খেলতে গেলে আমরা বেটার করতে পারি।’ ত্রিদেশীয় সিরিজে প্রথম দুই ম্যাচের বাংলাদেশ দলসাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান রুম্মন, তাইজুল ইসলাম, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, মোস্তাফিজুর রহমান ও ইয়াসিন আরাফাত মিশু।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.