আসছে ‘মামা ভাগ্নের বৈঠকখানা’
                        
                            মানবজমিন
                        
                        
                        
                         প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০
                        
                    
                একুশে টেলিভিশনে আসছে নতুন কমেডি শো ‘মামা ভাগ্নের বৈঠকখানা’। জাহিদ হোসেন শোভন এবং ইমতু রাতিশের উপস্থাপনায় প্রতি পর্বেই একজন করে অতিথি থাকবেন অনুষ্ঠানটিতে। জাহিদ হোসেন শোভনকে মামা এবং ভাগ্নে চরিত্রে দেখা যাবে ইমতু রাতিশকে। দুইজনের হাস্যরসাত্মক উপস্থাপনায় যুক্ত হবেন একজন জনপ্রিয় অতিথি। সোহেল রানা সবুজ এবং সিফাত তন্ময়ের প্রযোজনায় প্রতি শুক্রবার রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে ‘মামা ভাগ্নের বৈঠকখানা’ অনুষ্ঠানটি।
- ট্যাগ:
 - বিনোদন
 - রিয়েলিটি শো
 - ঢাকা