![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/09/08/0abc559395b15d151dca8e664e0816cb-5d751baaf264d.jpg?jadewits_media_id=1468688)
১০০–তে কোহলি পেয়েছিলেন ৩
প্রথম আলো
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০১৯, ২১:১০
গণিতে বরাবরই কাঁচা ছিলেন বিরাট কোহলি। একবার পরীক্ষায় ১০০-তে ৩ পেয়েছিলেন ভারত অধিনায়ক। কিন্তু ক্লাসের সবচেয়ে খারাপ ছাত্রটি কিন্তু তিনি ছিলেন না। গণিত বাদে বাকি সব বিষয়ই দ্রুত বুঝে ফেলতেন তিনি। বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যানের এত রান করার রহস্য কী? বিরাট কোহলি বরাবরই বলে এসেছেন কঠোর পরিশ্রম আর আত্মনিবেদন। আরও একটি গুণ কোহলিকে আলাদা করে রাখে, বোলারদের দ্রুত বুঝে নিতে পারেন। অথচ বর্তমান সময়ের...