![](https://media.priyo.com/img/500x/https://ichef.bbci.co.uk/news/1024/branded_bengali/921E/production/_108660473_gettyimages-968156708.jpg)
স্কুলে ইউনিফর্মের টাকা কিভাবে দেয়া হবে
বিবিসি বাংলা (ইংল্যান্ড)
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০১৯, ২০:১২
প্রাথমিক শিক্ষা অধিদফতরের তথ্য মতে বাংলাদেশে সরকারি প্রাইমারি স্কুলেপড়াশোনা করছে দুই কোটি ১৯ লাখ ৩২ হাজার ৬৩৮জন শিক্ষার্থী। প্রশ্ন উঠেছে এইবিপুল সংখ্যক শিক্ষার্থীদের কাছে এই ইউনিফর্মের অর্থ পৌঁছানো হবে কিভাবে।