ফের এক বিজেপি সাংসদের সঙ্গে বচসায় জড়ালেন অভিনেত্রী স্বরা ভাস্কর। তবে শেষে বেগতিক দেখে সেই াংসদ স্বরার কাছে ক্ষমাও চান। সম্প্রতি স্বরা টুইটারে একটি ছবি পোস্ট করেন। সেই ছবিতে এক ব্যক্তি একটি অশ্লীল ও ধর্ষণে উস্কানিমূলক মন্তব্য করেন। ‘বীর দি ওয়েডিং’ ছবিতে স্বরাকে হস্তমৈথুনের একটি দৃশ্যে দেখা গিয়েছিল। সেই দৃশ্যের প্রসঙ্গ টেনে এনেই এই মন্তব্য করে সেই ব্যক্তি। আর সেই মন্তব্যটিই লাইক করেন অযোধ্যার বিজেপি সাংসদ লাল্ল সিং। সঙ্গে সঙ্গে বিষয়টি টুইটারে তুলে ধরেন স্বরা। বিশুদ্ধ হিন্দিতে লাল্লু সিং-কে একহাত নেন অভিনেত্রী। স্বরা লেখেন, রামচন্দ্রের শহর অযোধ্যার সাংসদ লাল্লু সিং আপার টুইটার হ্যান্ডল থেকে এই কমেন্টটি লাইক করা হয়েছে। আপনার এই ছোট্ট একটা কাজ একটি বড় গভীর সামাজিক সমস্যা আর মানসিকতাকেই তুলে ধরে। দয়া করে আমার এই খবরটা পড়ার কষ্ট করবেন একটু। তবে স্বরার এই টুইট দেখেই অবিলম্বে ক্ষমা চান লাল্লু সিং। কিছুক্ষণের মধ্যেই পাল্টা টুইট করে বলেন, কোনও ভাবে ভুল বশত স্ক্রল করতে লাইক পড়ে গিয়েছে ওই মন্তব্যে। তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। আমার এই ধরনের কোনও উদ্দেশ্য ছিল না। বিজেপি সাংসদের সেই ক্ষমাও সাদরে গ্রহণ করেন স্বরা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.