কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পাকিস্তানের প্রধান কোচ মিসবাহ, বোলিং কোচ ওয়াকার

মানবজমিন প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

আগামী তিন বছরের জন্য একসঙ্গে পাকিস্তানের প্রধান কোচ ও প্রধান নির্বাচকের দায়িত্ব পেলেন দলটির সাবেক অধিনায়ক মিসবাহ উল হক। বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক প্রধান কোচ ওয়াকার ইউনুস। মিসবাহ-ওয়াকারের নিয়োগের বিষয়টি আজ (বুধবার) নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি।২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর প্রধান কোচ মিকি আর্থারের সঙ্গে আর চুক্তি নবায়ন করেনি পিসিবি। এরপর থেকেই শোনা যাচ্ছিল, নতুন কোচ হতে যাচ্ছেন মিসবাহ। মিসবাহকে একই সঙ্গে প্রধান কোচ ও প্রধান নির্বাচকের দায়িত্ব দেয়ার বিরোধী ছিলেন পাকিস্তানের সাবেক ওপেনার রমিজ রাজা। তবে পিসিবি ওসব কথা কানে তোলেনি। দায়িত্ব পেয়ে মিসবাহ বলেন, ‘এটা আমার কাছে অনেক বড় সম্মান। অনেক বড় দায়িত্ব। আমি জানি, আমার ওপর সবার অনেক প্রত্যাশা। কিন্তু আমি প্রস্তুত। তা না হলে পাকিস্তান ক্রিকেটের সবচেয়ে চ্যালেঞ্জিং পদটির জন্য আবেদন করতাম না।’মিসবাহ-ওয়াকার জুটির অধীনে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। ২৭শে সেপ্টেম্বর থেকে ৯ই অক্টোবর পর্যন্ত চলবে এই সিরিজ। এরপর নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করবে পাকিস্তান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও