কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ইউনাইটেডে যোগ দেয়ায় আমার কোনো দুঃখ নেই : সানচেজ

মানবজমিন প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

৩০ বছর বয়সী চিলিয়ান ফরোয়ার্ড অ্যালেক্সিস সানচেজ এই মৌসুমে ধারে (লোনে) ইন্টার মিলানে যোগ দেন। সাবেক ক্লাব ইউনাইটেড সম্পর্কে সানচেজ বিবিসি স্পোর্টকে বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেয়ায় আমার কোনো দুঃখ নেই। তবে সেখানে নিজেকে প্রমাণ করার তেমন সুযোগ পাইনি। আমি খুব খুশি যে আমি ম্যানচেস্টার ইউনাইটেডে খেলতে পেরেছি। আমি সবসময়ই তা বলেছি। ইংল্যান্ডের মধ্যে এটি সবচেয়ে বেশি বিজয়ী ক্লাব। আমি যখন আর্সেনালে খেলতাম ইউনাইটেড একটি দারুণ ক্লাব ছিলো। আমি তাদের সাথে যোগ দিয়ে ভালো কিছু করতে চেয়েছিলাম। তাই ইউনাইটেডে যোগ দিয়ে আমার কোনো আমার দুঃখ নেই।’ সানচেজ ২০১৪ সালে বার্সেলোনা থেকে আর্সেনালে যোগ দেন সানচেজ। আর্সেনালের হয়ে ১৬৬ ম্যাচে ৮০ গোল করে পেশাদার ফুটবলার্স অ্যাসোসিয়েশন প্লেয়ার্স অব বর্ষসেরা পুরষ্কারের জন্য মনোনীত হন। ২০১৮ সালের জানুয়ারীতে আর্সেনাল থেকে ইউনাইটেডে যোগদানের পর নিজেকে হারিয়ে ফেলেন তিনি। গত ১৯ মাসে ৪৫ ম্যাচ খেলে মাত্র ৫ গোলের দেখা পান সানচেজ। গত মৌসুমে ২৭ ম্যাচে মাত্র ২টি গোলের দেখা পেয়েছেন তিনি। সম্ভবত ইউনাইটেডের জার্সিতে ৭৭ টি ম্যাচে ৩১ টিতে সানচেজকে মাঠে দেখা গেছে। যার মধ্যে ১৩টিতে সম্পূর্ণ সময় মাঠে খেলেন তিনি।এ বিষয়ে সানচেজ বলেন,‘আমি মনে করি জাতীয় দলের হয়ে খেললে আমি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। ম্যানচেস্টার ইউনাইটেডেও ভালো ছিলাম। তবে আমি সবসময় আমার বন্ধুদের বলেছি ,আমি খেলতে চাই। যদি তারা আমাকে খেলতে দেয় আমি যথাসাধ্য চেষ্টা করব। মাঝে মাঝে আমি ৬০মিনিট খেলতাম। আর পরের খেলাটি আমাকে খেলানো হতো না কিন্তু কেন তা আমার জানা নেই।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও