ফিলিপাইনে এশিয়া কাপ আরচারিতে বাংলাদেশ দল
ফিলিপাইনের ক্লার্ক সিটিতে ৯-১৫ সেপ্টেম্বরে বসছে এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং আরচারি টুর্নামেন্ট স্টেজ-৩ এর আসর। ছয় সদস্যের বাংলাদেশ দল আসরে অংশ নিতে আগামী ৭ই সেপ্টেম্বর রাতে ঢাকা ত্যাগ করবে। প্রতিযোগিতা উপলক্ষে গতকাল দুপুরে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ডাচ-বাংলা অডিটরিয়ামে সংবাদ সম্মেলনে আসরের বিভিন্ন তথ্য উপস্থাপন করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল। আরচারি ফেডারেশনের সিনিয়র সহসভাপতি মাহফুজুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পৃষ্ঠপোষক মধুমতি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর শফিউল আজম, ফেডারেশনের সহসভাপতি আনিসুর রহমান দীপু ও জাতীয় দলের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক। বাংলাদেশ দল রিকার্ভ ডিভিশনে পুরুষ ও মহিলা একক, পুরুষ দলীয় ও মিশ্র দ্বৈত ইভেন্টে অংশ নেবে। এবারের আসরের টার্গেট সম্পর্কে কোচ জানান, আরচারদের ওপর তার আস্থা আছে। ভালো ফলাফল আসবে। বছর জুড়ে অনুশীলনের মধ্যেই আছে তারা। রাজীব উদ্দিন চপল জানান, খেলোয়াড়দের কোনো টার্গেট সেট করা হয়নি। তারা তাদের মতো খেলতে পারলে পদক আসবেই। বাজেট সীমিত হওয়ায় শুধুমাত্র রিকার্ভ ডিভিশনে অংশ নিচ্ছে বাংলাদেশ দল। যদিও প্রতিযোগিতায় কম্পাউন্ড ডিভিশনও আছে। আগামী ১৬ই সেপ্টেম্বর দেশে ফিরবে বাংলাদেশ দল। ফেডারেশনের সাধারণ সম্পাদক জানান, মধুমতি ব্যাংক জাতীয় দলের ফিলিপাইন সফরসহ দেশে আরও চারটি টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা প্রদান করবে। এগুলো হলো- বাংলাদেশ কাপ স্টেজ-৩, বিজয় দিবস উন্মুক্ত, ২০২০ বাংলাদেশ কাপ স্টেজ-১, স্বাধীনতা দিবস উন্মুক্ত ও ২০২০ বাংলাদেশ কাপ স্টেজ -২। বাংলাদেশ দল: আনিসুর রহমাস দীপু (ম্যানেজার), মার্টিন ফ্রেডরিক (কোচ), রিকার্ভ আরচার- রুমান সানা, তামিমুল ইসলাম, হাকিম আহমেদ রুবেল ও বিউটি রায়।
- ট্যাগ:
- খেলা
- আরচারি
- মধুমতি ব্যাংক লিমিটেড
- ঢাকা