জনপ্রিয় সিরিয়াল দুটির সম্প্রচার একেবারেই বন্ধ হয়ে যাচ্ছিল প্রায়। এর একটি জি বাংলার ‘করুণাময়ী রানি রাসমণি’ এবং অন্যটি স্টার জলসার ‘দেবী চৌধুরানি’। সিরিয়াল দুটির প্রযোজক সুব্রত রায়ের বিরুদ্ধে পারিশ্রমিক বাকি রাখার এবং টিডিএস জমা না দেওয়ার অভিযোগে গত শুক্রবার থেকে শুটিং বন্ধ রেখেছেন শিল্পীরা। বুধবার আর্টিস্ট ফোরাম একটি বৈঠক করে। ঠিক হয়, সব বকেয়া মেটানোর জন্য সেপ্টেম্বর-অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হচ্ছে প্রযোজককে। প্রযোজক যাতে টাকা মিটিয়ে দেন সেই বিষয়টি দেখবে বলে চ্যানেলগুলিও আশ্বাস দেয়। এর পরেই ধর্মঘট তুলে নেন শিল্পীরা। বৃহস্পতিবার কাজে ফেরেন ‘রানি রাসমণি’র শিল্পীরা। আর আজ থেকে শুরু হয়েছে ‘দেবী চৌধুরানি’র শুটিংও। আর্টিস্ট ফোরামের সভায় ঠিক হয়েছে, ‘রানি রাসমণি’র জুলাই মাসের সব টাকা ১৫ই সেপ্টেম্বরের মধ্যে মিটিয়ে দিতে হবে। আগস্টের টাকা মেটানোর সময়সীমা ২২শে সেপ্টেম্বর। আর ১৮ই অক্টোবরের মধ্যে সেপ্টেম্বরের পারিশ্রমিক দিতে হবে সুব্রতকে। আর্টিস্ট ফোরামের সাধারণ সম্পাদক অরিন্দম গঙ্গোপাধ্যায়ের বক্তব্য, ‘আমরা চ্যানেলের সঙ্গেও কথা বলেছি। ওরাও শিল্পীদের পাশেই। আমাদের দেওয়া সময়সীমার মধ্যে যাতে প্রযোজক টাকা মিটিয়ে দেন, সেটি চ্যানেল দেখবে বলে জানিয়েছে।’ আগামী ১৫ দিনের মধ্যে ‘দেবী চৌধুরানি’র সব বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে শুটিং শুরু হলেও আশঙ্কার মেঘ পুরোপুরি কাটেনি। প্রযোজক আদৌ শেষ পর্যন্ত সব বকেয়া মেটাবেন কি না তা নিয়ে দ্বন্দ্বে শিল্পীরা। সুব্রতর প্রযোজনায় কালারস বাংলায় প্রচার চলতি সিরিয়াল ‘মনসা’র শিল্পীদেরও পাওনা বাকি। তবে সিরিয়ালটি ৩১শে আগস্ট শেষ সম্প্রচার হবে। সূত্রের খবর, এক মাসের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে ‘দেবী চৌধুরানি’ও। কারণ এই কাহিনিটিও শেষের পথে। তবে জনপ্রিয়তার কারণে ‘রানি রাসমণি’ সিরিয়ালটি এখনই শেষ করতে রাজি নয় চ্যানেল কর্তৃপক্ষ। এদিকে শোনা যাচ্ছে, জি বাংলা চ্যানেল হয়তো এ সিরিয়ালটি সরাসরি নিজেদের আওতায় নিয়ে আসতে পারে ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.