ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে (সিপিএল) বাংলাদেশের পঞ্চম ক্রিকেটার হিসেবে খেলার সুযোগ পেয়েছেন অলরাউন্ডার আফিফ হোসেন। সেন্ট কিটস অ্যান্ড নেভিস তাকে দলে নিলেও সেখানে খেলতে যেতে পারছেন না তিনি। সিপিএল শুরু হবে ৪ঠা সেপ্টেম্বর। আসন্ন ত্রিদেশীয় সিরিজ ও ইমার্জিং টিমের কথা মাথায় রেখে তাকে এনওসি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাকে এনওসি না দেওয়া প্রসঙ্গে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান আকরাম খান বলেন, ‘তাকে আমরা এনওসি দেইনি। বর্তমানে শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে সে খেলছে। নির্বাচকরা তাকে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্যও ভাবছে। তাই তাকে হাতে রাখা হয়েছে।’জাতীয় দলের হয়ে ইতিমধ্যে একটি টি-টোয়েন্টি খেলেও ফেলেছেন আফিফ। তিনি জানালেন সিপিএল খেলতে এনওসি না পেলেও হতাশ নন তিনি। বরং জাতীয় দলের হয়ে খেলতে নিজেকে তৈরি করছেন ‘আমি এখনও নিশ্চিত নই সিপিএল খেলতে যেতে পারবো কিনা। কারণ এনওসি পাইনি। অনেক আগে আবেদন করেছিলাম। কিন্তু তারা আমাকে কিছু বলেনি। আমারও কোনো সমস্যা নেই। কারণ এই মুহূর্তে জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করছি।’ বর্তমানে আফিফ ইমার্জিং টিমের হয়ে খেলতে প্রস্তুতি নিচ্ছেন। খুলনায় চার দিনের ম্যাচে অংশ নেবেন। সামনে রয়েছে ত্রিদেশীয় সিরিজ। বাংলাদেশ দলের নির্বাচক হাবিবুল বাশার জানান আফিফকে নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা আছে বিসিবির। তাকে নিয়ে বিশেষ করে ভাবছেন তারা। তবে আসন্ন সিরিজে আফিফের জায়গা হবে কিনা তা এখনও নিশ্চিত নয়, ‘অবশ্যই তাকে নিয়ে আমাদের পরিকল্পনা আছে। ও কিন্তু অসাধারণ একজন প্লেয়ার। এইচপি ও এ দল তাকে নিয়ে কাজ করছে। আমরা তাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করছি। তবে আসন্ন সিরিজে তাকে নিয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.