১৫ই জুলাই থেকে ১৮ই আগস্ট। এই এক মাস তিন দিন আমেরিকা সফরে ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। সম্প্রতি দেশে ফিরেছেন তিনি। তবে এবারের সফরে কোনো শো করেননি এ শিল্পী। কিংবা কোনো কাজের উদ্দেশে সেখানে যাননি। এবার কেবল ঘুরে বেড়িয়েছেন। আমেরিকার বিভিন্ন রাজ্যেই অন্যরকম সময় কাটিয়েছেন তিনি। লিজা বলেন, আমি কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলাম। তাছাড়া একটা একঘেয়েমি ভাবও চলে এসেছিল। মূলত সেটা কাটাতেই আমেরিকায় গিয়েছিলাম। এবার কোনো কাজ রাখিনি। বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছি। নিজেকে সময় দিয়েছি। আমার কড়া শিডিউলের মধ্যে এক মাস সময় বের করাটা খুব কঠিন। তবে এবার আমি তা করতে পেরেছি। এটা আমার জন্যই ভালো হয়েছে। কারণ আমি নতুন গতিতে কাজ শুরু করতে পারবো এবার। এদিকে লিজাকে দেশে ফিরেই ব্যস্ত হয়ে পড়তে হচ্ছে। বিভিন্ন টিভি চ্যানেলের অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। পাশাপাশি নতুন গান, স্টেজ শোতেও মনোযোগী হবেন। এদিকে এরইমধ্যে একটি নতুন গান তৈরি হয়ে আছে এ শিল্পীর। শিরোনাম ‘অনেক কিছু’। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর করেছেন আকাশ সেন। সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। ধ্রুব মিউজিক স্টেশন থেকে সামনে গানটি প্রকাশ হবে। নিজের ব্যস্ততা প্রসঙ্গে লিজা বলেন, দেশে ফিরেই ব্যস্ত হয়ে পড়তে হচ্ছে। কারণ অনেক কাজ জমে গেছে এ সময়ে। খুব শিগগিরই বিভিন্ন চ্যানেলের অনুষ্ঠানের শুটিংয়ে অংশ নেবো। স্টেজ শোটাও শুরু হবে। আর আমার নতুন গান আসছে শিগগিরই। ‘অনেক কিছু’ শিরোনামের গানটি একদমই কমার্শিয়াল নয়। মনের মতো একটি গান। এর বাইরে নিজের ইউটিউব চ্যানেলের জন্যও গান তৈরি করবো।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.