কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা কমছে

মানবজমিন প্রকাশিত: ২১ আগস্ট ২০১৯, ০০:০০

সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা কিছুটা কমেছে। সেই সঙ্গে কমেছে নতুন করে ভর্তি হওয়া রোগীর সংখ্যাও। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেয়া তথ্য এই চিত্র উঠে এসেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, দেশের বিভিন্ন হাসপাতালে এখন মোট ৬ হাজার ৪৭০ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। আগের দিন ভর্তি ছিলেন ৬ হাজার ৭৩৩ জন। আর ১৮ই আগস্ট এই সংখ্যা ছিল ৭ হাজার ১৬৮ জন। ৭ই আগস্ট থেকে প্রতিদিনই ভর্তি রোগীর সংখ্যা ধারাবাহিকভাবে কমছে। ৭ই আগস্ট সবচেয়ে বেশি ২ হাজার ৪২৮ জন রোগী এক দিনে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর থেকে কমা-বাড়ার মধ্যে আছে ভর্তির সংখ্যা। তবে গত দশদিনে ভর্তি রোগীর সংখ্যা দুই হাজার ছাড়ায়নি। এদিকে রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৫৭২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তার আগের দিন এই সংখ্যা ছিল এক হাজার ৬১৫ জন। ধীরে ধীরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি কমে আসছে। একদিনে রাজধানী ঢাকাতেই ৭৫০ জন রোগী এবং ঢাকার বাইরে ৮২২ জন ভর্তি হয়েছেন বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে। ১৮ই আগস্ট এই সংখ্যা ছিল এক হাজার ৭০৬ জন। অন্যদিকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চলতি মাসের ২০ দিনেই ৩৭ হাজার ৯০৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। জুলাই মাসে আক্রান্ত হয়ে ভর্তি হন ১৬ হাজার ২৫৩ জন। জুন মাসে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন এক  হাজার ৮৮৪ জন। মে মাসে ১৯৩ জন। সরকারি হিসাবে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬ হাজার ৩৬৯ জন। বেসরকারি হিসাবে এ সংখ্যা আরও কয়েকগুণ বেশি বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। প্রতিদিনই আক্রান্তের সঙ্গে মৃতের সংখ্যা বাড়ছে। মৃতের সংখ্যা এ পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তর ৪০ জন বললেও বেসরকারি হিসাবে শতাধিক। গতকালও দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৯ হাজার ৮৫৯ জন। রাজধানীতে ৮৯ শতাংশ এবং ঢাকার বাইরে ৮৬ শতাংশ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে ভর্তি আছেন ৬ হাজার ৪৭০ জন। এর মধ্যে ঢাকা মহানগরীতে ৩ হাজার ৪১৩ জন এবং ঢাকার বাইরে ভর্তি আছেন ৩ হাজার ৫৭ জন। রাজধানী ছাড়া নতুন করে ২৪ ঘণ্টায়  বিভিন্ন হাসপাতালে ভর্তি ঢাকা বিভাগে ২১৮ জন, বরিশাল বিভাগে ১৩৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৩০ জন, খুলনা বিভাগে ১৪৪ জন, রাজশাহী বিভাগে ৮৬ জন, ময়মনসিংহ বিভাগে ৪৭ জন, রংপুর বিভাগে ৪৪ জন এবং সিলেট বিভাগে ১৮ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন হাসপাতালে। এ বছর বর্ষার শুরুতেই ঢাকায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। তারপর তা সারাদেশে ছড়িয়ে পড়ে। সরকারি- বেসরকারি হাসপাতালে চিকিৎসা  নেন আক্রান্তরা। যারা হাসপাতালে ভর্তি না হয়ে বাসায় চিকিৎসা নিয়েছেন, তাতের তথ্য সরকারের পরিসংখ্যানে আসেনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও