সরকারি ১৭ রাবারবাগানে বছরে ১০ কোটি টাকা লোকসান
প্রথম আলো
প্রকাশিত: ২০ আগস্ট ২০১৯, ১৪:২০
টানা ছয় বছর ধরে লোকসান গুনছে সিলেটের শাহজীবাজার রাবারবাগান। গত অর্থবছরে এই বাগানের লোকসান হয়েছে ৬ কোটি ৯৭ লাখ টাকা। এই বাগানটির মতো বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের অধীনে দেশের বিভিন্ন জায়গায় মোট ১৭টি রাবারবাগান আছে। এগুলোর বেশির ভাগই টানা লোকসান দিয়ে যাচ্ছে। সবগুলো বাগান মিলিয়ে বছরে গড়ে ১০ কোটি টাকা করে লোকসান গুনছে।