‘কাশ্মীর ভাগের সিদ্ধান্ত গণতন্ত্রের উপহাস’
প্রথম আলো
প্রকাশিত: ১৭ আগস্ট ২০১৯, ০৯:২১
ভারতের দু’শতাধিক বিদ্বজ্জন গতকাল শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, ভারত সরকার সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরকে দ্বিখণ্ডিত করে ভারতের গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে উপহাস করেছে। তারা বলেছেন, এ সিদ্ধান্তের ফলে ১৯৪৭ সালে কাশ্মীরকে সংযুক্তকরণের সময় যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা ভেঙে দেওয়া হলো।