বাকনারকে ছুঁয়ে উচ্ছ্বসিত আলিম দার
সর্বাধিক টেস্ট ম্যাচ পরিচালনার রেকর্ডে আম্পায়ার স্টিভ বাকনারকে স্পর্শ করলেন আলিম দার। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার লর্ডস টেস্টে মাঠে নেমে বাকনারের রেকর্ডে ভাগ বসান এ পাকিস্তানি আম্পায়ার। ক্যারিয়ারে এটি আম্পায়ার আলিম দারের ১২৮তম টেস্ট। ১৯৮৯ থেকে ২০০৯ পর্যন্ত স্থায়ী ক্যারিয়ারে ১২৮টি টেস্ট পরিচালনা করেন ক্যারিবীয় আম্পায়ার স্টিভ বাকনারও। বৃহস্পতিবার লর্ডসে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচের প্রথম দিন শেষে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এক টুইট বার্তায় আলম দার বলেন- আমার আদর্শ, আম্পায়ার স্টিভ বাকনারের টেস্ট রেকর্ড স্পর্শ করাটা আমার জন্য খুবই সম্মানের। ২০০৩-এ ঢাকায় বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ দিয়ে টেস্ট আম্পায়ারিংয়ে অভিষেক আলিম দারের। ক্যারিয়ারে তিন ফরমেটের ক্রিকেটে ৩৭৬টি ম্যাচ পরিচালনা করেছেন ৫১ বছর বয়সী আম্পায়ার আলিম দার। টেস্ট ইতিহাসে ১০০ ম্যাচ পরিচালনার কৃতিত্ব রয়েছে আর কেবল রুডি কোয়ের্টজেনের। ২০১০ সালে অবসর নেয়ার আগে ক্যারিয়ারে ১০৮টি টেস্ট ম্যাচ পরিচালনা করেন দক্ষিণ আফ্রিকার এ আম্পায়ার। খেলোয়াড়ি ক্যারিয়ারে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে ১৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন আলিম দার। ক্যারিয়ারে লেগস্পিন বোলিংয়ে তার শিকার ১১ উইকেট। ২০০০ সালে ৩১ বছর বয়সে ক্যারিয়ারের প্রথম ওয়ানডেতে মাঠে নামেন আম্পায়ার আলিম দার। ২০০৩ থেকে টানা পাঁচটি আইসিসি বিশ্বকাপে আম্পায়ারের দায়িত্ব পালন করেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ২০০ ওয়ানডে পরিচালনার কৃতিত্ব দেখানো মাত্র তৃতীয় আম্পায়ার আলিম দার।