You have reached your daily news limit

Please log in to continue


‘গৃহযুদ্ধে’র মাঝে বার্সেলোনার অধিনায়ক বদল, ডিফেন্ডার গেলেন সৌদি ক্লাবে

নিজের চিকিৎসা সংক্রান্ত তথ্য লা লিগার হাতে দিতে রাজি হননি বার্সেলোনার গোলরক্ষক আন্দ্রে টের স্টেগান। যে কারণে চোটের কবলে থাকা এই জার্মান তারকার জায়গায় অন্য কাউকে স্কোয়াডে নিতে কাতালানরা বিপত্তিতে পড়েছে। এ নিয়ে রীতিমতো গৃহযুদ্ধ শুরু হয়েছে স্টেগান-বার্সার মধ্যে। এরই মাঝে হ্যান্সি ফ্লিকের দল অভিজ্ঞ এই গোলরক্ষকের কাছ থেকে অধিনায়কের ভার কেড়ে রোনাল্ড আরাউহোকে দিয়েছে।

অন্যদিকে, অনেকটা নীরবেই বার্সার সেন্টারব্যাক ইনিগো মার্টিনেজ ক্রিশ্চিয়ানো রোনালদোর সৌদি ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন বলে খবর দলবদল বিষয়ক প্রখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য জানিয়েছেন। তার মতে– ফ্রি এজেন্ট হিসেবে বার্সা ছেড়ে আল নাসরে যোগ দিয়েছেন ইনিগো মার্টিনেজ। ফলে তার কোনো ট্রান্সফার ফি নেই।

এদিকে, ইএসপিএন বলছে– আল নাসরে ইনিগোর যোগ দেওয়ার বিষয়ে তাদের সঙ্গে বার্সেলোনার দরকষাকষি উচ্চ পর্যায়ে পৌঁছেছে। যদিও কাতালান ক্লাবটিতে তার চুক্তির মেয়াদ ২০২৬ সালের জুন পর্যন্ত। এই মুহূর্তে বার্সা সেটিকে সহজ করে তাকে ফ্রি এজেন্ট হিসেবে ছেড়ে দিতে চায়। ৩৪ বছর বয়সী এই ডিফেন্ডারকে গত গ্রীষ্মেই সৌদি প্রো লিগ থেকে আকর্ষণীয় অঙ্কের প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানিয়েছে সংবাদমাধ্যমটির এক সূত্র। কিন্তু ওই সময় বার্সার স্পোর্টিং ডিরেক্টর ডেকো তাকে ছেড়ে না যাওয়ার ব্যাপারে রাজি করিয়েছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন