![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/08/08/525b30d20ad8748fa23f341bace32ada-5d4bb4433a6e8.jpg?jadewits_media_id=1461292)
জোড়াতালি দিয়ে চলছে সেতুটি
প্রথম আলো
প্রকাশিত: ০৮ আগস্ট ২০১৯, ১১:৩৩
নেত্রকোনা-মদন সড়কের বয়রাহালা নদীর ওপর বেইলি সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে। যেকোনো সময় সেতু ভেঙে দুর্ঘটনার আশঙ্কা করছেন যাত্রী ও গাড়িচালকেরা। তবু সংস্কারের কোনো উদ্যোগ নেই। স্থানীয় বাসিন্দা, নেত্রকোনা সড়ক ও জনপথ (সওজ) সূত্রে জানা গেছে, নেত্রকোনা-মদন ২৫ কিলোমিটার সড়কে দুটি বেইলি সেতু রয়েছে। এর মধ্যে বয়রাহালা নদীর ওপর সেতুটির দৈর্ঘ্য ৯৫ মিটার ও প্রস্থ ১২ ফুট। প্রয়োজনীয় সংস্কার না...