শ্বেতাঙ্গ চরমপন্থা দমনকে কি অবহেলা করেছিলো যুক্তরাষ্ট্র?
বিবিসি বাংলা (ইংল্যান্ড)
প্রকাশিত: ০৭ আগস্ট ২০১৯, ০৮:২৭
হেট ক্রাইমের বিষয়ে নজরদারী করা সংস্থা অ্যান্টি-ডিফেমেশন লীগ-এডিএল বলছে, ২০১৮ সালে ডানপন্থী চরমপন্থিরা কমপক্ষে ৫০টি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলো। যা ১৯৯৫ সালের পর সবচেয়ে বেশি ডানপন্থী সহিংসতার ঘটনার বছর।