নতুন ওষুধে ৩০ মিনিটে মশা মরেছে ২৬ শতাংশ
প্রথম আলো
প্রকাশিত: ০৩ আগস্ট ২০১৯, ১৩:৩৫
নগরে ক্রমবর্ধমান ডেঙ্গুর প্রকোপের মধ্যে মশা নিধনে নতুন ওষুধের মাঠপর্যায়ে পরীক্ষা চালিয়েছে দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি)। গতকাল শুক্রবার সকালে নগর ভবনের মূল ফটকের সামনে তিনটি খাঁচার প্রতিটিতে ৫০টি করে মশা রেখে পরীক্ষা চালানো হয়। ডিএসসিসির কর্মকর্তারা জানান, আধা ঘণ্টার পরীক্ষা শেষে খাঁচাগুলোতে যথাক্রমে ২২ শতাংশ, ২৬ শতাংশ এবং ১৮ শতাংশ মশা মারা গেছে।