গর্ভধারণের পরিকল্পনা করলে যে ৫ বিষয় জানা জরুরি

ঢাকা পোষ্ট প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৬, ১৬:৪৩

গর্ভধারণ একজন নারীর জন্য সবচেয়ে কঠিন কাজের একটি। অপরদিকে বাবা হওয়া মানে অনেক বেশি দায়িত্ব বেড়ে যাওয়া। গর্ভধারণের আগে জেনে নেওয়া জরুরি যে হবু মায়ের শরীর সবরকম ভাবে সমর্থন দেবে কি না। হবু বাবারও কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে। আপনি যদি গর্ভধারণের চেষ্টা করে থাকেন, তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন বিষয়গুলোর প্রতি খেয়াল রাখতে হবে-


১. ডিম্বাশয়ের রিজার্ভ


ডিম্বাশয়ের রিজার্ভ বলতে ডিম্বাশয়ে অবশিষ্ট ডিম্বাণুর পুলকে বোঝায়। ডাক্তাররা দুটি পদ্ধতি ব্যবহার করে অবস্থা মূল্যায়ন করেন: অ্যান্টি-মুলেরিয়ান হরমোন (AMH) মাত্রা এবং আল্ট্রাসাউন্ডে অ্যান্ট্রাল ফলিকল গণনা। যদিও AMH কোনো নারী স্বাভাবিকভাবে গর্ভধারণ করতে পারবেন কিনা তা ভবিষ্যদ্বাণী করে না, তবে এটি ফার্টিলিটির চিকিৎসার প্রয়োজন হলে ডিম্বাশয় কীভাবে প্রতিক্রিয়া জানাতে পারে তার ধারণা প্রদান করে।


২. নিয়মিত ডিম্বস্ফোটন


প্রত্যেক নারীর মাসিক চক্রের মাধ্যমে তার ডিম্বস্ফোটন হয়ে থাকে। নিয়মিত মাসিক চক্র থাকা নারীদের নিয়মিত ডিম্বস্ফোটন হয়, অন্যদিকে দীর্ঘ মাসিক চক্র থাকা নারীদের হরমোনের ব্যাঘাত ঘটে, যার মধ্যে PCOS এবং থাইরয়েড ব্যাধি অন্তর্ভুক্ত।


৩. শুক্রাণুর স্বাস্থ্য


গর্ভধারণ করতে না পারলে অনেক সময় তার দায়ভার পুরোটাই নারীদের ওপর চাপানো হয়, তবে পুরুষেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বীর্য বিশ্লেষণ সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রদানে সাহায্য করে, জটিল পদ্ধতির প্রয়োজন হয় না এবং এটি কম খরচে করা হয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো, শুধুমাত্র শুক্রাণুর সংখ্যা যথেষ্ট নয়; গতিশীলতা এবং আকৃতি নির্ধারণ করে যে শুক্রাণু আসলে ডিম্বাণুতে পৌঁছাতে এবং নিষিক্ত করতে পারে কিনা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও