ঢাকা-১১: প্রার্থী ও ভোটারের যত ‘ভয়’

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৬, ০৯:৩০

ঢাকা-১১ আসনে প্রার্থীদের ব্যানার ও ফেস্টুন নির্বাচনের আমেজ এনে দিলেও চায়ের দোকানের আড্ডায় ভোটের গল্প ততটা শোনা যায় না।


এই সংসদীয় এলাকায় নড়াই নদীর উত্তর পাড়ে আফতাবনগর আর দক্ষিণে বনশ্রী, লোকজনের যাতায়াতের জন্য রয়েছে একাধিক সাঁকো।


সোমবার সন্ধ্যার পর আফতাবনগরে তেমনি একটি সাঁকোর পাশের এক চায়ের দোকানে ভোটের প্রচার নিয়ে কয়েকজন সঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কথা হয়।


তাদের একজন বনশ্রীর একটি হার্ডওয়্যারের দোকানের খণ্ডকালীন কর্মী। তিনি বলছিলেন, সংঘর্ষ হতে পারে। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ‘ঝুঁকি’ আছে।


বনশ্রী আবাসিক এলাকার সি ব্লকের পাশের শিক্ষাপ্রতিষ্ঠানটির দিকে ইশারা করলেন তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের এই শিক্ষার্থী।


তিনি বলেন, “২০১৮ সালেও এই কেন্দ্রে সংঘর্ষ হয়েছিল। আগামী নির্বাচনেও এর আশঙ্কা রয়ে গেছে।”


কার কার মধ্যে সংঘর্ষ হতে পারে? চা দোকানে থাকা ছয়জনের কেউই সাড়া দিলেন না। খবরে নাম ও পরিচয় দিতে মানা করলেন মুচকি হেসে।


দোকানি প্রথমে নিজের নাম বললেও খবরে প্রকাশ করতে অনীহা দেখালেন।


বনশ্রী ও আফতাবনগর এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গেও কথা হয়, ভোটকেন্দ্রে সংঘর্ষ, গোলযোগের আশঙ্কার কথা বলেছেন। প্রার্থীদের কেউ বলেছেন, ‘ভয়ের পরিবেশ’ তৈরি করা হয়েছে। আর কেউ বলছেন, ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের’ ভয় পাচ্ছেন তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও