রানওয়েতে পাখি ছাড়াও শেয়াল-কুকুর, উপায় কী?

বিডি নিউজ ২৪ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৬, ০৯:২৫

বিমান ওড়ার প্রস্তুতির সময় হঠাৎ রানওয়েতে পাখি ছাড়াও চলে আসে কুকুর কিংবা শেয়াল; চলতি বছরে এমন ঘটনা একাধিকবার ঘটেছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে।


রানওয়েতে বিমান ওঠানামা নির্বিঘ্ন ও ঝুঁকিমুক্ত করতে কুকুর সরিয়ে নেওয়ার উদ্যোগ নিলেও বন্যপ্রাণী শেয়াল সরানো ‘সম্ভব নয়’ বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।


আবার শুধু শেয়াল-কুকুর নয়, নানা রকম সাপও রয়েছে শাহ আমানত বিমানবন্দর এলাকাতে। যদিও রানওয়েতে তাদের দেখা মেলে না। পাখির দেখা মিললেও নিয়ন্ত্রণে রয়েছে ‘বার্ড শুটার’।


রানওয়েতে এসব বিড়ম্বনা ঠেকাতে উড়োজাহাজ ওঠানামার আগে নিয়মিত রানওয়েতে নজর ও যাচাই করার কথা বলছেন বিমানবন্দর সংশ্লিষ্টরা।


দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর শাহ আমানতে দিনে গড়ে ১৭টি আন্তর্জাতিক ও ৩৬টি অভ্যন্তরীণ উড়োজাহাজ চলাচল করে। বছরে যাত্রী চলাচল করে ১৬ লাখের বেশি।


কর্ণফুলী নদীর মোহনার কাছেই পতেঙ্গায় ৬৬৫ একর ভূমি নিয়ে এই বিমানবন্দর যাত্রা শুরু করে ১৯৭২ সালে। আন্তর্জাতিক ফ্লাইট শুরু হয় ১৯৯৫ সালে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও