প্রবৃদ্ধির চাকচিক্যের আড়ালে বড় চ্যালেঞ্জের মুখে ভারত
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৬, ১৭:৫৬
ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দেশটির বার্ষিক বাজেট পেশ করতে যাচ্ছেন আসছে রোববার। এর আগে দেশটির অর্থনীতির বাহ্যিক রূপ বেশ ইতিবাচক বলেই দৃশ্যমান হচ্ছে।
চলতি অর্থবছর শেষে ভারতের প্রবৃদ্ধি ৭.৩ শতাংশে পৌঁছানোর পূর্বাভাস রয়েছে। একইসঙ্গে দেশটির মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৪ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার পথে, যা জাপানকে টপকে ভারতকে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করবে।
বর্তমানে দেশটিতে খুচরা মূল্যস্ফীতি ২ শতাংশের নিচে রয়েছে এবং আগামী মাসগুলোতেও এটি কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্যমাত্রার মধ্যেই থাকবে বলে আশা করা হচ্ছে। কৃষি উৎপাদন— যার ওপর দেশটির প্রায় অর্ধেক জনগোষ্ঠী নির্ভরশীল— তা বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে। শস্য উৎপাদন বৃদ্ধি পাওয়ায় এবং সরকারি শস্যভাণ্ডারে পর্যাপ্ত মজুত থাকায় গ্রামীণ আয়ও বেড়েছে।