ইরানে হামলার আশঙ্কায় তেলের বাজারে আগুন

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬, ২১:৪৮

ইরানের ওপর সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। আজ বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ২ দশমিক ৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭০ দশমিক ৫ ডলারে পৌঁছেছে। দিনের একপর্যায়ে এটি ৭০ দশমিক ৩৫ ডলার পর্যন্ত উঠেছিল, যা গত বছরের সেপ্টেম্বরের পর সর্বোচ্চ।


গতকাল বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক অস্ত্র নিয়ে ইরানকে চুক্তিতে আসার হুঁশিয়ারি দেন। এর পর থেকেই তেলের বাজারে এই ঊর্ধ্বগতি শুরু হয়। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরান আলোচনায় না বসলে পরবর্তী মার্কিন হামলা হবে ‘আরও ভয়াবহ’। ধারণা করা হচ্ছে, ট্রাম্পের এমন মন্তব্যের পর বিনিয়োগকারীদের মধ্যে সরবরাহ বিঘ্নিত হওয়ার আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও