কেবল একটি ‘কাগজ’ দিতেও টাকা নিচ্ছে এফডিসি
আগে সিনেমা বানাতে প্রায় সব সহযোগিতা নিতে হতো বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি)। এখন সেসব লাগে না বললেই চলে। বিএফডিসির সাহায্য ছাড়াই স্বাধীনভাবে সিনেমা বানাচ্ছেন নির্মাতারা। তবু সার্টিফিকেটের জন্য জমার আগে দরকার হয় তাদের অনাপত্তিপত্র। অনাপত্তিপত্র নামের ওই ‘কাগজ’টির জন্যও অর্থ নিচ্ছে প্রতিষ্ঠানটি, যাকে অযৌক্তিক বলছেন সংশ্লিষ্টরা।
চলচ্চিত্র নির্মাণে সেন্সর ও ‘অনাপত্তি’ সনদ (এনওসি) নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তোষ প্রকাশ করে আসছিলেন দেশের স্বাধীন নির্মাতারা। তাদের অভিযোগ, কোনো সেবা না দিয়ে কেবল একটি এনওসির জন্য ২০ হাজার টাকা নেওয়া অর্থহীন, যা কদিন আগেও ছিল ১৫ হাজার। ক্ষেত্রবিশেষে এই টাকায় একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও বানিয়ে ফেলেন অনেক স্বাধীন নির্মাতা।
দুই যুগেরও বেশি সময় ধরে চলচ্চিত্র নির্মাণ করছেন কামরুল আহসান লেনিন। জাগো নিউজকে তিনি বলেন, “অ্যানালগ সময়ে এ ধরনের নিয়মকানুন তুলনামূলকভাবে যুক্তিসংগত ছিল। তখন স্টুডিওর সংখ্যা কম ছিল এবং প্রায় সব ধরনের কারিগরি সহায়তা এফডিসি থেকে নিতে হতো। সে সময় সেন্সর বোর্ড থেকে ‘অনাপত্তি’ সনদ নিতে সরাসরি উপস্থিত হওয়ার বিষয়টিও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল।”