ব্রুকের অবিশ্বাস্য তাণ্ডবে শ্রীলঙ্কায় সিরিজ জিতল ইংল্যান্ড
আগের ম্যাচে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ব্যাটিংয়ের পর ‘সবচেয়ে খারাপ’ উইকেট বলে মন্তব্য করেছিলেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক। সেই মাঠেই তিনি সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন। ৪০ বলে হাফসেঞ্চুরি করা বিধ্বংসী এই ব্যাটার পরবর্তী ২৬ বলে ৮৬ রান তোলেন। যার সুবাদে ৩৫৭ রানের বড় পুঁজি পায় ইংলিশরা। স্বাগতিক শ্রীলঙ্কার শুরুটা ঝোড়ো হলেও, শেষ পর্যন্ত তাদের ৩০৪ রানে থামতে হয়েছে।
গতকাল (মঙ্গলবার) সিরিজ নির্ধারণী ম্যাচটিতে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি সফরকারী ইংল্যান্ডের। জোড়া সেঞ্চুরিতে সেই চিত্র পাল্টে দেন হ্যারি ব্রুক (১৩৬) ও জো রুট (১১১)। এ ছাড়া জ্যাকব বেথেলও হাফসেঞ্চুরি (৬৫) করেন। লক্ষ্য তাড়ায় লঙ্কানদের প্রথম ১০ ওভারে ১০৪ রান ওঠে। তবে দ্রুত উইকেট হারানোয় শেষ পর্যন্ত দমটা ধরে রাখতে পারেনি চারিথ আসালাঙ্কার দল। তাদের হয়ে পভন রত্ননায়েক সর্বোচ্চ ১২১ এবং পাথুম নিশাঙ্কা ৫০ রান করেন।
টস জিতে আগে ব্যাট করতে নেমে ইংলিশরা ওপেনার বেন ডাকেটকে (৭) দলীয় ১৯ রানেই হারিয়ে বসে। এরপর মেইকশিফট ওপেনার রেহান আহমেদও ২৪ রানের বেশি করতে পারেননি। ৪০ রানে দ্বিতীয় উইকেট হারায় ইংল্যান্ড। তৃতীয় উইকেটেই মূলত খেলার চিত্র পাল্টানো শুরু। জ্যাকব বেথেল ও জো রুট মিলে ১২৪ বলে ১২৬ রানের জুটি গড়েন। ৭২ বলে ৮টি চারের সাহায্যে ৬৫ রান করেছেন উইকেটকিপার ব্যাটার বেথেল।