আক্কেল দাঁতের ব্যথা: কেন হয়, কী করবেন?

যুগান্তর প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬, ১২:৫৪

মানুষের চোয়ালে স্থায়ী দাঁতের সংখ্যা মোট ৩২টি, যার মধ্যে আক্কেল দাঁতও অন্তর্ভুক্ত। তবে কার্যত ২৮টি দাঁতই কর্মক্ষম—আক্কেল দাঁত বাদে। প্রতিটি দাঁতের নির্দিষ্ট কাজ থাকলেও আক্কেল দাঁতের কোনো কার্যকর ভূমিকা নেই। এ কারণে একে অনেক সময় নিষ্ক্রিয় অঙ্গ বলা হয়। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো— এই দাঁত ওঠার সময়ই অনেকের জীবনে শুরু হয় তীব্র যন্ত্রণা।


কেন আক্কেল দাঁতে এত ব্যথা হয়?


অনেক ক্ষেত্রে চোয়ালে জায়গার অভাব থাকে বা আক্কেল দাঁতের অবস্থান স্বাভাবিক হয় না। ফলে দাঁতটি মাড়ি ভেদ করে সম্পূর্ণভাবে বের হতে পারে না।


কখনো দাঁতের একটি অংশ উঠে আবার আটকে যায়। এতে—


> দাঁত ও মাড়ির ফাঁকে খাদ্যকণা আটকে যায়


> মাড়িতে প্রদাহ (ইনফ্ল্যামেশন) তৈরি হয়


> তীব্র ব্যথা অনুভূত হয়


> মুখ খুলতে বা হাঁ করতে কষ্ট হয়


সময়মতো চিকিৎসা না নিলে এই সংক্রমণ মুখ ও গলার গভীরে ছড়িয়ে পড়তে পারে, যা মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে। তাই এমন লক্ষণ দেখা দিলে দ্রুত দন্ত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও