দুর্নীতিবাজদের হাতে ব্যান্ডেজ দিয়ে হাত মুঠ করে দেওয়া হবে: জামায়াত আমির
সরকার গঠনের সুযোগ পেলে চাঁদাবাজি–দুর্নীতি বন্ধ করা হবে বলে ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ঝিনাইদহে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি বলেছেন, ‘দুর্নীতিবাজদের হাতে ব্যন্ডেজ দিয়ে হাত মুঠ করে দেওয়া হবে, যাতে তারা ওই হাত দিয়ে দুর্নীতি করতে না পারে।’
আজ সোমবার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের ওয়াজির আলী হাইস্কুলে এই জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, ‘আমি এসেছি বিগত দিনে যাঁরা নির্যাতনের স্বীকার হয়েছেন, তাঁদের স্মরণ করতে। আমরা সেই সব নির্যাতিত মানুষের জন্য দোয়া করি, পাশাপাশি আপনাদের কাছে প্রশ্ন করি নতুন করে আরেকটি ফ্যাসিবাদ দেখতে চান কি না। তাহলে এক হয়ে সবাইকে এগিয়ে আসতে হবে।’
চুরি বন্ধ করলে মাত্র ৫ বছরে দেশের চেহারা পাল্টে দেওয়া হবে উল্লেখ করে জামায়াত আমির আরও বলেন, ‘যাঁরা দুর্নীতি করেন, তাঁদের গলার মধ্যে হাত দিয়ে পেট থেকে জনগণের অর্থ ফেরত আনা হবে।’
- ট্যাগ:
- রাজনীতি
- চাঁদাবাজি
- দুর্নীতিবাজ