আসছে বসন্তের বাহার, বন্ধুদের দিন

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৬, ১১:৫৪

আর কদিন পরই আসবে বাহারি বসন্ত। ফুল ফুটুক আর না ফুটুক—উদ্‌যাপিত হবে বসন্তের প্রথম দিন। সেদিন সখীরা মিলে কী ধরনের সাজপোশাকে নিজেদের সাজাবে, তারই জল্পনাকল্পনা শুরু হয়ে গেছে নিশ্চয়! বসন্ত উৎসবে পরার জন্য তরুণীরা শাড়িকে বেশি প্রাধান্য দেন। নিজেরা রং কিংবা প্যাটার্ন মিলিয়ে শাড়ি পরতে আর ব্লাউজ বানাতেও কম যান না—‘বেস্টি’ বলে কথা! একই রকম শাড়ি পরে বসন্তে ঘুরে বেড়ানো, চা-ফুচকা-আইসক্রিম খাওয়া আর নানা ঢঙে ছবি তোলার মজাই তো আলাদা। এসব দেখে অন্যরা একটু ঈর্ষার চোখে তাকাবে, তা-ও যেন ভালোই লাগে। তবে সদ্য় তারুণ্যের স্বাদ পাওয়া মেয়েদের বসন্তে শাড়ি পরার ক্ষেত্রে একটু সচেতনতা প্রয়োজন। এমন শাড়ি পরা চাই, যা হবে ঋতু এবং বয়সের সঙ্গে মানানসই।


শাড়িতে বসন্তের মোটিফ


বসন্তের কথা বিবেচনা করে ফ্যাশন উদ্যোগ ‘সুরঞ্জনা’ নিয়ে এসেছে থিমভিত্তিক শাড়ি। বসন্ত মানেই প্রকৃতির নতুন সাজে সজ্জিত হয়ে আসা। ফুল আর নতুন পাতায় সাজে প্রকৃতি। তাই বসন্তের রঙিন ফুল আর রং দেখা যাবে সুরঞ্জনার শাড়িতেও। এবারে শাড়িজুড়ে রয়েছে কাঞ্চন ফুল, আছে বারান্দা বাগানের ক্যাকটাস, আছে পাখির কলতান আর রাজপথজুড়ে রং ছড়ানোর জন্য বাগানবিলাস। এ ছাড়া রয়েছে শাড়িতে পোলকা ডট সিরিজ। সুরঞ্জনার এই শাড়ি সিরিজটির নাম ‘বাগিচা: মি ইন মাই গার্ডেন’। এই সিরিজের শাড়িগুলোতে আছে আঁচলজুড়ে নানা রকম দেশি-বিদেশি চেনা-অচেনা ফুলের মেলা আর জমিনজুড়ে আশির দশকের পোলকা ডট। সব মিলিয়ে বসন্তের জমকালো আয়োজন হবে সুরঞ্জনার ‘বাগিচা: মি ইন মাই গার্ডেন’ সিরিজের শাড়িতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও