বিশ্বকাপসহ বিসিবির নানা বিষয়ে মুখ খুললেন আমিনুল হক
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের। গেল শনিবার শেষ মুহূর্তে সূচি বদল করেছে আইসিসি। বিশ্বকাপে বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে তারা। সবকিছুর শুরু মুস্তাফিজুর রহমানকে আইপিএল স্কোয়াড বাদ দেওয়ার পর থেকে। বিএনপির ক্রীড়া সম্পাদক ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক মনে করেন, মুস্তাফিজ ইস্যুতে বিসিবি নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে। যা ভালোভাবে সামলে নিতে পারলে বিশ্বকাপের ঘটনা না-ও ঘটতে পারত।
গতকাল গণমাধ্যমের মুখোমুখি হয়ে আমিনুল বলেছেন, ‘মুস্তাফিজ ইস্যু নিয়ে বারবার কথা বলেছি। যে ধর্মকে ব্যবহার করে মুস্তাফিজের মতো বোলারকে কলকাতা থেকে রিলিজ করে দেওয়া হয়েছে। সেটা যদি বোর্ড, আইপিএলের সাথে জড়িতদের সাথে বসে কথা বলে সমাধান করা যেত, তাহলে এখনের বিশ্বকাপের পরিস্থিতি না-ও সৃষ্টি হতে পারত।’
আমিনুল আরও বলেন, ‘এই ক্রিকেট বোর্ড অত্যন্ত নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে। তাদের এই হঠকারী সিদ্ধান্তের কারণে আমাদের দেশের ক্রিকেট ক্ষতিগ্রস্ত হবে, আমার বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। এই বিষয় খতিয়ে দেখা হবে। এখানে কারো কোনো দুরভিসন্ধি উদ্দেশ্য থাকলে সেটাকে তদন্ত করে বের করে বাংলাদেশের জনগণ সেই ব্যবস্থা গ্রহণ করবে ইনশাআল্লাহ।’