ইংল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের সুপার সিক্স

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৬, ১২:০৭

গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে সহজ ম্যাচ হেরে বিপাকে পড়ে গিয়েছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত ভাগ্য পক্ষে আসায় সুপার সিক্সে উঠেছে বাংলাদেশের যুবারা।


তবে সেমিফাইনালে উঠতে গেলে সুপার সিক্সে কোনো ম্যাচেই পা হড়কানোর সুযোগ নেই। জিম্বাবুয়ের বুলাওয়েতে আজ দুপুর দেড়টায় শুরু হচ্ছে বাংলাদেশের সুপার সিক্স পর্ব, প্রথম ম্যাচে প্রতিপক্ষ ইংল্যান্ড।


সুপার সিক্সের গ্রুপ-২-এ বাংলাদেশের অবস্থান এখন বেশ নাজুক। ৪ পয়েন্ট নিয়ে ভারত আর ইংল্যান্ড টেবিল শীর্ষে দুইয়ে, তাদের রান রেটও বাকিদের চেয়ে অনেক বেশি। মূলত গ্রুপ পর্বের পয়েন্ট সুপার সিক্সেও যুক্ত হয়েছে। পাকিস্তানও ২ পয়েন্ট নিয়ে সুবিধাজনক অবস্থানে।


অন্যদিকে, মাত্র ১ পয়েন্ট নিয়ে তালিকার চারে থাকা বাংলাদেশের সামনে হিসাবটা এখন পরিষ্কার। নিজেদের সব ম্যাচ তো জিততেই হবে, সেই সাথে প্রার্থনা করতে হবে প্রতিপক্ষদের পয়েন্ট হারানোরও।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও