জুভেন্টাসের কাছে বিধ্বস্ত হয়ে কন্তে বললেন 'দল চরম সংকটে'
দেশ রূপান্তর
প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৬, ১০:১১
সিরি আ’ লিগে জুভেন্টাসের কাছে ৩–০ গোলের বড় ব্যবধানে হেরে শিরোপা দৌড়ে পিছিয়ে পড়েছে নাপোলি। তুরিনে অনুষ্ঠিত এই ম্যাচে পুরোপুরি নিষ্প্রভ ছিল আন্তোনিও কন্তের দল। জোনাথন ডেভিড, কেনান ইলদিজ ও ফিলিপ কস্তিচের গোলে সহজ জয় পায় স্বাগতিক জুভেন্টাস।
ম্যাচ শেষে নাপোলির বর্তমান পরিস্থিতিকে ‘চরম সংকট’ হিসেবে বর্ণনা করেছেন কোচ আন্তোনিও কন্তে। আকাশ স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, একের পর এক চোট, দল ছাড়ার ঘটনা এবং নতুন খেলোয়াড় না পাওয়ায় দল মারাত্মক সমস্যায় পড়েছে।
- ট্যাগ:
- খেলা
- পেশাদার ফুটবলার
- ফুটবলার