হাসিনা পালিয়ে গেছে, আমরা আপনাদের পাশে আছি: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘হাসিনা পালিয়ে গেছে, আমরা আপনাদের পাশে আছি। প্রয়োজনে হিন্দু ভাই-বোনদের অধিকার রক্ষায় আমরা আমাদের বুকের রক্ত ঢেলে দেব। এই বিশ্বাস রাখতে হবে।’ আজ শনিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ভাতগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।
এ সময় হিন্দু সম্প্রদায়ের লোকদের আশ্বস্ত করে মির্জা ফখরুল বলেন, ‘আপনাদের ওপর কোনো অন্যায়, অত্যাচার বা অবিচার আমরা হতে দেব না। আমাদের মা-বোনেরা আছেন, আপনারা মনে জোর নিয়ে কথা বলবেন। এ দেশ সবার, কারও পৈতৃক সম্পত্তি নয়। আমরা আপনাদের পরীক্ষিত মানুষ।’
মির্জা ফখরুল বলেন, ‘১৫ বছর ধরে মানুষ ভোট দিতে পারেনি। ভোটের আগের রাতেই ভোট হয়ে যেত। যাকে পছন্দ করতাম, তাকে নির্বাচিত করতে পারতাম না। এবার ১২ তারিখে সুযোগ এসেছে। আপনারা পছন্দমতো প্রার্থীকে ভোট দিতে পারবেন।’ তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার সরকার দেশ ছেড়ে পালিয়ে গেছে। নৌকা মার্কাও এবার নেই। এখন আছে ধানের শীষ আর দাঁড়িপাল্লা। ধানের শীষ আমাদের পুরোনো পরিচিত। সুখে-দুঃখে, আপদে-বিপদে আমরা আপনাদের পাশে থাকি। দাঁড়িপাল্লার মানুষদের আমরা খুব বেশি চিনি না। এখানকার প্রার্থী বাচ্চা ছেলে, আরও ওজনদার হতে হবে, বয়স হতে হবে। এমপি হতে গেলে মানুষের কাজ করতে হয়।’