জামায়াত নেতৃত্বাধীন জোটে যুক্ত হচ্ছে লেবার পার্টি
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গঠিত হয়েছিল ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য। তবে আকস্মিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ বের হয়ে এককভাবে নির্বাচনের ঘোষণা দেয়। ১১ দলীর আসন সমঝোতার সেই জোট হয়ে যায় ১০ দলের।
আবারও আসন সমঝোতার এই জোট ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’ জোটে পরিণত হচ্ছে বলে জানা যাচ্ছে। তবে ইসলামী আন্দোলন নয়, জামায়াত নেতৃত্বাধীন আসন সমঝোতার জোটে যুক্ত হচ্ছে ‘বাংলাদেশ লেবার পার্টি’।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ দুই নেতার বক্তব্যে এতথ্য নিশ্চিত হওয়া গেছে। খোদ বাংলাদেশ লেবার পার্টির সভাপতি ড. মুস্তাফিজুর রহমান ইরান এমন ইঙ্গিতই দিয়েছেন ঢাকা পোস্টকে।
১০ দলীয় নির্বাচনী ঐক্যের জোটে যুক্ত হচ্ছে লেবার পার্টি। এমন কথা চাউর হয়েছে। আপনারা কী সত্যিই যাচ্ছেন? জানতে চাইলে ড. মুস্তাফিজুর রহমান ইরান বলেন, কথাবার্তা চলছে।
তিনি বলেন, আমি নিজে নির্বাচনে এবার নেই, তবে আমাদের দলীয় ১৫ জন প্রার্থী এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসন নিয়ে ওইভাবে এখন কিছু করা সম্ভব না। হয়ত একটা ফরমেটে..। ১০ দলীয় জোটে যাওয়ার কথাবার্তা হচ্ছে। দেখি আপনারা জানতে পারবেন। হয়ত আজকে (শুক্রবার) বা কাল জানতে পারবেন।