নির্বাচন ব্যবস্থায় বড় সংস্কার হয়নি, রাজনৈতিক সংস্কৃতিও বদলায়নি: জেসমিন টুলী
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যেসব গুরুত্বপূর্ণ সুপারিশ করেছিল, তার অনেকগুলোই নেওয়া হয়নি বলে জানিয়েছেন ওই কমিশনের সদস্য জেসমিন টুলী।
তার উপলব্ধি, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় বড় কোনো সংস্কার আসলে হয়নি।
নির্বাচনি আচরণবিধি ভঙ্গের যে ‘সংস্কৃতি’, তাতেও খুব একটা পরিবর্তন দেখছেন না নির্বাচন কমিশনের সাবেক এই অতিরিক্ত সচিব।
তিনি বলছেন, ‘আইন না মানার প্রবণতা’ রাজনৈতিক দলগুলোর মধ্যে ‘খুবই প্রকট’ হয়ে দেখা দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোচনা অনুষ্ঠান ইনসাইড আউটে যোগ দিয়ে জেসমিন টুলী বলেন, একটি ভালো নির্বাচন করার কোনো বিকল্প বাংলাদেশের সামনে এখন নেই। কিন্তু আইন-শৃঙ্খলা পরিস্থিতির যতটা উন্নতি হওয়া দরকার, তা এখনো ‘হয়নি’। ভোটের পরিবেশ যেমন হলে ভোটার নিরাপদ বোধ করতে পারে, সেই পরিবেশ এখনো তিনি দেখছেন না।
আচরণবিধি লঙ্ঘনের সাম্প্রতিক কয়েকটি ঘটনা, ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশনের সীমাবদ্ধতা, পোস্টাল ব্যালটের সাফল্য-ব্যর্থতা, নির্বাচনে এআই হুমকির মত বিষয়েও খোলামেলা আলোচনা করেছেন এই বিশেষজ্ঞ।