খেজুরের কাঁচা রস পান করা পরিহার করুন
নিপাহ ভাইরাসের সংক্রমণ একধরনের জুনোটিক ডিজিজ। জুনোটিক ডিজিজ মানে যা প্রাণীর দেহ থেকে মানব শরীরে সংক্রমিত হয়। নিপাহ ভাইরাস সাধারণত বাদুড় থেকে মানুষের দেহে প্রবেশ করে। বাদুড় দ্বারা দূষিত খাবার বা আক্রান্ত ব্যক্তি থেকেও এটি ছড়াতে পারে। শীতকালে ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত খেজুরের কাঁচা রস পানের মাধ্যমে এ ভাইরাস সংক্রমিত হয় বেশি। বাদুড় খেজুরগাছে বাঁধা হাঁড়ি থেকে রস খায়, রসের সঙ্গে বাদুড়ের লালা মিশে যায়। রস খাওয়ার সময় বাদুড় মলমূত্র ত্যাগ করলে রসে ভাইরাস সংক্রমিত হয়। বাদুড়টি নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে থাকলে এবং সেই রস পান করলে মানুষের মধ্যেও এ রোগ ছড়িয়ে পড়ে। এ ছাড়া বাদুড়ে খাওয়া ফলমূলের অংশ খেলেও রোগ ছড়াতে পারে।
লক্ষণ কী
ভাইরাসটি শরীরে প্রবেশের ৫ থেকে ১৪ দিন পর রোগের লক্ষণ দেখা দেয়। জ্বর, মাথা ও পেশিতে ব্যথা, খিঁচুনি, শ্বাসকষ্ট, কাশি, পেটব্যথা, বমি এবং মস্তিষ্কে এনসেফালাইটিস হয়ে প্রলাপ বকা, মানসিক ভারসাম্যহীনতা, খিঁচুনি এবং অজ্ঞান হতে পারে। সময়মতো চিকিৎসা না হলে রোগী মৃত্যুর কোলে ঢলে পড়ে। বেঁচে যাওয়া অনেকেই স্মৃতি হারায় ও পঙ্গু হয়ে যেতে পারে।
চিকিৎসা কী
নিপাহ ভাইরাসের কোনো ওষুধ নেই। লক্ষণ অনুযায়ী চিকিৎসা দিতে হয় এবং রোগীকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করতে হবে। সাপোর্টিভ চিকিৎসা দিতে হবে।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- নিপা ভাইরাস
- খেজুরের রস