ভাষানটেকের মানুষের প্রত্যাশা শুনলেন তারেক, দিলেন প্রতিশ্রুতি

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৬, ২১:১৪

ঢাকায় নিজের নির্বাচনি এলাকায় প্রথম জনসভায় এসে ভোটার মঞ্চে ডেকে ডেকে সমস্যা ও প্রত্যাশার কথা শুনলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান; দিলেন সমাধানের প্রতিশ্রুতি।


আনুষ্ঠানিক প্রচার শুরুর দ্বিতীয় দিন শুক্রবার ঢাকা-১৭ আসনের ভাষানটেক এলাকায় এই জনসভায় অংশ নেন তিনি।


স্থানীয়দের সঙ্গে আলাপচারিতার ফাঁকে তাদের ‘ভাগ্য পরিবর্তনের আশ্বাস’ দিয়েছেন।


শুক্রবার সন্ধ্যায় ভাষানটেকের বিআরবি মাঠে সমাবেশে তারেক রহমান বলেন, “আমরা অতীতে দেখেছি এই জনগণের পাশে কারা এসে দাঁড়িয়েছে। কাজেই আমরা যদি অতীতের সবগুলো কাজ বিবেচনা করি, আমরা দেখব, একমাত্র ধানের শীষকে যতবার নির্বাচিত করেছে এই দেশের মানুষ, ততবারই এই দেশের উন্নয়ন হয়েছে। দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে, ভালো পরিবর্তন হয়েছে।


“কাজেই আমি ধানের শীষের প্রার্থী হিসেবে আপনাদের কাছে ভোট চেয়ে যাচ্ছি।”


ভোটের আনুষ্ঠানিক প্রচার শুরুর প্রথম দিন বৃহস্পতিবার রেওয়াজ অনুযায়ী সিলেট থেকে দলের প্রচার শুরু করেন তারেক রহমান। সেখানে হযরত শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করে ভোটের প্রচারে নামেন। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও নারায়ণগঞ্জে নির্বাচনি সমাবেশে অংশ নেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও