পারসিয়ান বিড়ালে প্রতারণার ফাঁদ
প্রথম আলো
প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৬, ১৭:৩১
পারসিয়ান বিড়াল বিনা মূল্যে দত্তক দেওয়া হবে, এমন ফেসবুক পোস্টে আগ্রহী হয়ে ফাঁদে পড়ছেন কয়েকজন। বিনা মূল্যের হলেও দিনাজপুর থেকে পাঠানোর খরচ হিসেবে নানা অজুহাতে টাকা নেওয়ার পর বিড়ালের বাচ্চা হয়েছে, এমন কথা বলেও চাওয়া হয় বাড়তি অর্থ। কিন্তু এরপর বিড়াল আর আসেনি, লাপাত্তা ফেসবুক পোস্টদাতাও।
এমন প্রতারণার শিকার হয়ে কয়েকজন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ১৮ জানুয়ারি মামলা করেছেন। এটি তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।