মুক্তির তালিকায় আলোচিত যত সিনেমা-সিরিজ

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৬, ১১:০৩

প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।


নিকষছায়া ২ (বাংলা সিরিজ)


মুক্তি: হইচই (২৩ জানুয়ারি)
অভিনয়: চিরঞ্জিত চক্রবর্তী, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, কাঞ্চন মল্লিক
গল্পসংক্ষেপ: তন্ত্রের জোরে কেউ একজন জাগিয়ে তুলেছে অশরীরীদের। সেই অলৌকিক অপশক্তির উৎপাতে ওষ্ঠাগত প্রাণ। সেই রহস্যভেদ করতেই ফেরে নীরেন ভাদুড়ি। অপশক্তির হাত থেকে রক্ষা করে সবাইকে।
তেরে ইশক ম্যায় (হিন্দি সিনেমা)


মুক্তি: নেটফ্লিক্স (২৩ জানুয়ারি)
অভিনয়: ধানুশ, কৃতি শ্যানন, টোটা রায় চৌধুরী, প্রকাশ রাজ
গল্পসংক্ষেপ: আলোচিত সিনেমা ‘রানঝানা’র স্পিরিচুয়াল সিকুয়েল বলা হচ্ছে এই সিনেমাকে। উগ্র চরিত্রের ছাত্রনেতা শঙ্কর (ধানুশ)। তাকেই নিজের থিসিসের গবেষণার বিষয় হিসেবে বেছে নেয় মুক্তি (কৃতি)। ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একসময় ভেঙেও যায়। অনেক বছর পরে আবার তাদের দেখা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও