থ্রেডসে বিজ্ঞাপন দেওয়ার সুযোগ দিচ্ছে মেটা

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৬, ১১:৩৯

মেটার মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসে বিজ্ঞাপন দেখানো শুরু হচ্ছে। আগামী সপ্তাহ থেকে বিশ্বজুড়ে সব ব্যবহারকারীর জন্য ধাপে ধাপে এই বিজ্ঞাপন চালু হবে বলে জানিয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা।


বুধবার এক ব্লগ পোস্টে মেটা জানিয়েছে, থ্রেডসে বিজ্ঞাপন চালুর মাধ্যমে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো সরাসরি ব্যবহারকারীদের আলোচনায় যুক্ত হওয়ার সুযোগ পাবে। একই সঙ্গে আগ্রহী গ্রাহকদের সঙ্গে সংযোগ তৈরির নতুন পথ খুলে যাবে। মেটার ভাষায়, থ্রেডস এমন একটি জায়গা হয়ে উঠছে যেখানে মানুষ খোলামেলা আলোচনা করছে। আর সেই আলোচনার মধ্যেই ব্র্যান্ডগুলো নিজেদের উপস্থিতি জানান দিতে পারবে।


মেটা বলছে, বিজ্ঞাপন চালুর এই প্রক্রিয়া ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। পুরোপুরি বিশ্বব্যাপী কার্যকর হতে কয়েক মাস সময় লাগতে পারে। এর আগে গত বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ও জাপানে সীমিত পরিসরে থ্রেডসে বিজ্ঞাপন পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও