‘নায়করাজ’ রাজ্জাক স্মরণে দুইদিনের আয়োজন

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৬, ১১:১৭

বেঁচে থাকলে তার বয়স হত ৮৪ বছর, যাকে এখনও একনামে চেনে বাংলাদেশের মানুষ, তিনি ‘নায়করাজ’ রাজ্জাক।


শুক্রবার এই অভিনেতার জন্মবার্ষিকী, এই দিন ঘিরে তার অভিনীত সিনেমা, গান, জীবনীনির্ভর প্রামাণ্যচিত্র নিয়ে দুইদিনব্যাপী আয়োজন সাজিয়েছে চ্যানেল আই।


বিজ্ঞপ্তিতে টেলিভিশন চ্যানেলটি জানিয়েছে, শুক্রবার বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক রাজ্জাকের জন্মদিন, এ উপলক্ষে চ্যানেল আইয়ের পর্দা জুড়ে বৃহস্পতিবার ও শুক্রবার রয়েছে নানা আয়োজন।


বৃহস্পতিবার দুপুর ১টা ৫ মিনিট দেখানো হবে সিনেমার গান, দুপুর সাড়ে ৩টায় প্রদর্শিত হবে চলচ্চিত্র ‘অবুঝ মন’। সিনেমাটি পরিচালনা করেছেন কাজী জহির, এতে রাজ্জাক ছাড়াও আরও অভিনয় করেছেন শাবানা, সুজাতা, শওকত আকবর, নারায়ণ চক্রবর্তী, খান জয়নুল, সাইফুদ্দিনসহ অনেকে।


শুক্রবার সকাল ৭টা ৪০ মিনিটে দেখানো হবে সংগীতানুষ্ঠান ‘গান দিয়ে শুরু’। এতে শিল্পী হিসেবে থাকবেন খুরশীদ আলম, স্বর্ণা এবং ইমরান খন্দকার।


একই দিন বিকাল সাড়ে ৪টায় দেখানো হবে বিশেষ অনুষ্ঠান ‘নায়ক থেকে নায়করাজ’। এটি উপস্থাপনা করবেন আবদুর রহমান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও