আমদানিতে পরিশোধিত আয়কর স্বয়ংক্রিয়ভাবে ই-রিটার্নে যুক্ত হবে
করদাতার আমদানি পর্যায়ে পরিশোধিত আয়কর স্বয়ংক্রিয়ভাবে তার ই-রিটার্নে ক্রেডিট দেয়ার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের ই-রিটার্ন সিস্টেমের সঙ্গে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড এর কার্যকর সংযোগ প্রক্রিয়া সম্পন্ন করে তা চালু করা হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, রোববার (১৮ জানুয়ারি) থেকে এটি চালু করার ফলে আমদানি পর্যায়ে পরিশোধিত আয়করের ক্রেডিট প্রাপ্তির ক্ষেত্রে করদাতাদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হলো। একই সঙ্গে আমদানিকারক বাবসায়ীদের ই-রিটার্ন দাখিল সহজতর হয়েছে।
এনবিআর জানায়, আমদানিকারক করদাতা তার ই-রিটার্নে ব্যবসার আয় সংক্রান্ত তথ্যাদি এন্ট্রি প্রদানকালে সংশ্লিষ্ট আয়বছরে প্রতিটি বিল অব এন্ট্রির বিপরিতে তিনি যে পরিমান অগ্রিম আয়কর পরিশোধ করেছেন তার বিল অব এন্ট্রি ভিত্তিক সব তথ্য স্বয়ংক্রিয়ভাবে পাচ্ছেন। আমদানি পর্যায়ে পরিশোধিত ওই আয়কর ই-রিটার্ন সিস্টেমে তার মোট প্রদেয় আয়কর থেকে বাদ দিয়ে রিটার্নের সঙ্গে পরিশোধযোগ্য অংক নিরূপিত হচ্ছে।