পাকিস্তানের সমর্থনে কি ভারতকে চাপে ফেলতে পারবে বাংলাদেশ
বিপিএলে কাল দিনের প্রথম ম্যাচ চলছিল তখন। কিন্তু মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্স অনেকটাই ফাঁকা। হাতে গোনা যে কয়জন ছিলেন, তাঁদের মধ্যে এক প্রান্তে সোফায় পাশাপাশি পাওয়া গেল জাতীয় দলের কোচ ফিল সিমন্স ও সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দীনকে। দুজনেরই সব মনোযোগ মাঠের রংপুর রাইডার্স–নোয়াখালী এক্সপ্রেস ম্যাচের দিকে।
টি–টুয়েন্টি বিশ্বকাপের আর বাকি মাত্র ১৯ দিন। ৭ ফেব্রুয়ারি শুরু হবে টুর্নামেন্ট, জটিলতা শুরুর আগের সূচি অনুযায়ী বাংলাদেশের ভারতে যাওয়ার কথা ছিল ২৫ জানুয়ারি। কোচ–ক্রিকেটারদের ভারতের ভিসার আবেদন এখনো করা না হলেও পূরণ করে রাখা হয়েছে ভিসা ফরম। যদি হুট করে শ্রীলঙ্কায় খেলার সিদ্ধান্ত হয়; নেওয়া আছে সেই প্রস্তুতিও।
কিন্তু তবু যেন ঠিক জমাট বাঁধতে পারছে না বাংলাদেশ দলের বিশ্বকাপ–ভাবনা। বাংলাদেশ বিশ্বকাপে খেলবে কি খেলবে না, সেটাই যে নিশ্চিত নয় এখনো! অবশ্য টিম ম্যানেজমেন্টকে বিসিবি জানিয়েছে, আগামী দু–এক দিনের মধ্যে নিশ্চিত হবে সবকিছু। ক্রিকইনফোর এক খবরে কাল বলা হয়েছে, এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে ২১ জানুয়ারির মধ্যে।
- ট্যাগ:
- খেলা
- টি-টোয়েন্টি বিশ্বকাপ