৫০ বছর পর চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি: লঞ্চ প্যাডে নাসার মেগা রকেট ‘আর্টেমিস-২’
www.tbsnews.net
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৬, ১০:০১
ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল এখন সাজ সাজ রব। নাসার সেই বিশাল 'মেগা রকেট' পৌঁছে গেছে উৎক্ষেপণ মঞ্চে। দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় পর আবার চাঁদের পানে মানুষ পাঠানোর প্রস্তুতির শেষ তুলিটি এখন টানা হচ্ছে।
প্রায় ১২ ঘণ্টা ধরে চলল এক বিশাল কর্মযজ্ঞ। ৯৮ মিটার (৩২২ ফুট) উঁচু আকাশচুম্বী 'স্পেস লঞ্চ সিস্টেম' রকেটটিকে খাড়াভাবে নিয়ে যাওয়া হলো। 'ভেহিকল অ্যাসেম্বলি বিল্ডিং' থেকে ৪ মাইল বা সাড়ে ৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এটি এখন দাঁড়িয়ে আছে লঞ্চ প্যাডে।
এখন চলছে শেষ মুহূর্তের ঘষামাজা। চূড়ান্ত পরীক্ষা-নিরীক্ষা আর 'ড্রেস রিহার্সাল' শেষে মিলবে ওড়ার অনুমতি। ১০ দিনের এই 'আর্টেমিস-২' মিশনে চারজন নভোচারী চাঁদের চারপাশে ঘুরে আসবেন। নাসা জানিয়েছে, রকেটটি উৎক্ষেপণের সম্ভাব্য প্রথম তারিখ ৬ ফেব্রুয়ারি। তবে কোনো কারণে মিস হলে ফেব্রুয়ারি, মার্চ বা এপ্রিলেও সুযোগ থাকছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- রকেট
- মহাকাশ যান