ডিপফেইক বিতর্ক: এক্সএআইয়ের বিরুদ্ধে মামলায় মাস্কের সন্তানের মা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৬, ১৫:৫৪

এক্সএআইয়ের বিরুদ্ধে মামলা করেছেন এআই স্টার্টআপটির প্রধান ইলন মাস্কের সন্তানদের একজনের মা অ্যাশলে সেন্ট ক্লেয়ার। পাল্টা মামলা করেছে মাস্কের কোম্পানিটিও। বর্তমানে মাস্ক ও ক্লেয়ারের মধ্যে আইনি যুদ্ধ চলছে।


মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি তার যৌনতামূলক ছবি ছড়িয়ে পড়ার কারণে এ মামলা দায়ের করেছেন ক্লেয়ার।


বৃহস্পতিবার নিউ ইয়র্কে দায়ের করা এ মামলায় ক্লেয়ার অভিযোগ করেছেন, তার আপত্তিকর ও অশ্লীল ছবি তৈরি করেছে এক্সএআইয়ের এআই চ্যাটবট গ্রক।


এদিকে, এক্স ও গ্রক-এর মূল কোম্পানিও উল্টো ক্লেয়ারের বিরুদ্ধে মামলা করেছে। তাদের দাবি, কোম্পানির সেবার শর্তাবলী লঙ্ঘন করেছেন তিনি।


এসব মামলা নিয়ে বিবিসির মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি এক্স।


ক্লেয়ারের আইনজীবী ক্যারি গোল্ডবার্গ বলেছেন, “আমরা গ্রক-কে জবাবদিহিতার আওতায় আনতে চাই। এআই যেন অপব্যবহারের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে না পারে সেজন্য জনসাধারণের স্বার্থে স্পষ্ট এক আইনি সীমানা নির্ধারণে সাহায্য করতে চাই আমরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও