আচরণবিধি লঙ্ঘন: শোকজের জবাব দিলেন মামুনুল হক
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে ইসির শোকজের জবাব দিয়েছেন ঢাকা-১৩ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মামুনুল হক।
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে লিফলেট বিতরণ করায় আচরণবিধি লঙ্ঘন হয়নি মন্তব্য করে তিনি বলেছেন, “রিটার্নিং অফিসার কোনো ধরনের যাচাই না করে শোকজ নোটিস দিয়েছে। এতে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি নিয়ে শঙ্কা রয়েছে।”
শনিবার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মঙ্গলবার বিকাল ৫টায় নির্বাচন ভবনের সামনে সাধারণ মানুষের কাছে লিফলেট বিতরণ করেন মামুনুল হক। এ নিয়ে সংবাদ প্রকাশ হওয়ার পর তার কাছে লিখিত ব্যাখ্যা চান রিটার্নিং কর্মকর্তা।
নোটিসের জবাব দেওয়ার পর শনিবার নির্বাচন ভবনে এ প্রার্থীর আইনজীবী বলেন, শোকজের জবাব দেওয়া হয়েছে। কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘন করা হয়নি বলে জবাব দেওয়া হয়েছে।
“বরং সরকারের পক্ষে, জনগণের পক্ষে উনি (মামুনুল হক) জনগণকে গণভোটের বিষয়ে উদ্বুদ্ধ করেছেন। সেটা লিখিতভাবে জানিয়েছি। আমরা সব প্রার্থীর জন্য যেন আচরণবিধি সমানভাবে কার্যকর হয়, কারো প্রতি বৈষম্য আচরণ না করা হয়—তা তুলে ধরেছি।”