সাংবাদিকদের জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা মধ্যযুগীয় বর্বরতার বহিঃপ্রকাশ: নূরুল কবীর
দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলাকে বেদনাদায়ক অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীর।
তিনি বলেন, সাংবাদিকদের একটি ভবনের ওপরে রেখে চারদিকে আগুন লাগিয়ে দমকল বাহিনী আসতে বাধা দিয়ে ওই সাংবাদিকদের জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা মধ্যযুগীয় বর্বরতারই বহিঃপ্রকাশ।
আজ শনিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের (কেআইবি) মিলনায়তনে আয়োজিত 'গণমাধ্যম সম্মিলন ২০২৬'-এর উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
মতপ্রকাশ ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সংগঠিত হামলার প্রতিবাদ এবং স্বাধীন, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান জানাতে দেশে প্রথমবারের মতো এই সম্মিলনের আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, এটি একটি ভবনের ওপর হামলা নয়, কিংবা যন্ত্রপাতি বা সম্পদের বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশও নয়। সভ্যতার এই পর্যায়ে এ ধরনের ঘটনা বর্বরতা ছাড়া আর কিছুই না।
নূরুল কবীর বলেন, এসব হামলা কোনো পত্রিকার সম্পাদকীয় অবস্থানের সঙ্গে একমত বা দ্বিমত হওয়ার বিষয় নয়। আজ একটি সংবাদপত্রের ওপর হামলা হয়েছে। আগামীকাল আরেকটির ওপর হতে পারে, তার পরের দিন অন্য কারও ওপর। এমন পরিস্থিতিতে সংঘবদ্ধ থাকাটা খুব জরুরি।