অস্ট্রেলিয়ায় এক মাসেই প্রায় ৫০ লাখ টিনএজার অ্যাকাউন্ট বন্ধ
অস্ট্রেলিয়া ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের পর ৫০ লাখ অ্যাকাউন্ট বন্ধ করেছে বিভিন্ন প্লাটফর্ম।
দেশটির ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা বলেছে, ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহারের ওপর বিশ্বের প্রথম দেশ হিসেবে নিষেধাজ্ঞা কার্যকরের কেবল এক মাস পরই সম্মিলিতভাবে প্রায় ৫০ লাখ টিনএজার অ্যাকাউন্ট বন্ধ করেছে বিভিন্ন প্লাটফর্ম।
রয়টার্স লিখেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর অ্যাকাউন্ট বন্ধে স্পষ্ট ইঙ্গিত মিলেছে যে, অস্ট্রেলিয়া সরকারের এমন পদক্ষেপ দ্রুত ও ব্যাপক প্রভাব ফেলেছে।
দেশটির ই-সেইফটি কমিশনার বলেছেন, গত ১০ ডিসেম্বর থেকে কার্যকর হওয়া আইনটি মেনে চলতে এখন পর্যন্ত প্রায় ৪৭ লাখ অ্যাকাউন্ট সরিয়ে ফেলেছে প্ল্যাটফর্মগুলো। আইনটি পুরোপুরি চালু হওয়ার কয়েক সপ্তাহ আগে থেকেই এসব অ্যাকাউন্ট বন্ধের কার্যক্রম শুরু করেছিল কিছু কোম্পানি।
অস্ট্রেলিয়ার সরকারি তথ্যে দেখা গেছে, এ আইন মেনে চলার জন্য জোরালো পদক্ষেপ নিচ্ছে বিভিন্ন সামাজিক মাধ্যম কোম্পানি। আইন অমান্য করলে এসব কোম্পানিকে প্রায় ৩ কোটি ৩০ লাখ ডলার পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে। তবে এ আইন শিশু বা তাদের অভিভাবকদের দায়ী করবে না।
বন্ধ হওয়া অ্যাকাউন্টের এ সংখ্যা প্রাথমিক ধারণার চেয়ে অনেক বেশি। দেশটির জনসংখ্যা অনুসারে হিসাব করলে দেখা যায়, ১০ থেকে ১৬ বছর বয়সী অস্ট্রেলীয় প্রত্যেক টিনএজারের গড়ে দুটির বেশি অ্যাকাউন্ট বন্ধ হয়েছে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- টিনএজ
- অ্যাকাউন্ট বন্ধ